বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের আর নেই। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় তিনি ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহে রাজিউন)। তার বড় ছেলে আবু শাহরিয়ার শান্ত ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ খবর নিশ্চত করেছেন।
আবুল খায়ের পার্শবর্তী শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও একটি কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি গত ১৩ ফেব্রুয়ারি দলীয় নমিনেশন(নৌকা) প্রতীক পান। এর ৪দিন পরে অশুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন। ওই সময় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ হওয়ার একদিন পরে তিনি মৃত্যুবরণ করেন।
মাষ্টার আবুল খায়ের খাউলিয়া ইউনিয়নে পরপর দু’বার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও (স্থগিত) তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছিলেন। এদিকে চেয়ারম্যান আবুল খায়ের এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নিবাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খান।