দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে সহযোগীতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর বরাবরে দেয়া স্মারকলিপি জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের হাতে তুলে দেন বাগেরহাট প্রেসক্লাব নের্তৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপি পাশাপাশি সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর বর্তমান কর্মস্থল দৈনিক কালের কণ্ঠ, একাত্তর টেলিভিশন ও ইউএনবি কর্তৃপক্ষের কাছেও চিকিৎসা সহায়তার জন্য আবেদন জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব নের্তৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানকালে বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি অধ্যাপক এবি এম মোশাররফ হুসাইন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান, সহসভাপতি নকিব সিরাজুল হক, যুগ্ম-সম্পাদক শেখ আজমল হোসেন, নির্বাহী সদস্য মো. ইয়ামিন আলী, তরফদার রবিউল ইসলাম, এস এম শামছুর রহমান, ফকির হাসান আলী, এস এম রাজ প্রমূখ উপস্থিত ছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি বাগেরহাট সদর হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ টিকা নিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী। এরপর থেকে তার শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া ও উপসর্গ দেখা দেয়ার পর বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কোন না হওয়ায় বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় ১৬ মার্চ এয়ার এ্যম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করান। বর্তমানে সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী বিএসএমএমইউ চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা তার নির্দিষ্ট কোনো রোগ নির্ণয় করতে পারেননি।