খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান সহ তিন (৩) জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২১ শে মার্চ অনুষ্ঠিত চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী গাজী জিয়াউর রহমান সহ তিন (৩) জনকে গত ৩ এপ্রিল অানুষ্ঠানিক ভাবে দল থেকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে এবং পরবর্তী সাংগঠনিক ব্যাবস্হা গ্রহনের জন্য উর্দ্ধোতন নেতৃবৃন্দের নিকট প্রেরন করা হয়েছে বলে জানাযায়।
বহিস্কৃত জিয়া গাজী চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়নের ৪নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উক্ত সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়।
এবিষয়ে দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি পেয়েছি, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যাবস্হা গ্রহন করা হবে।
উল্লেখ্য গত ২০ মার্চ দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী দ্বয়ের স্বাক্ষরিত চিঠি দিয়ে জানান যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে বা সংগঠন বিরোধী কোনো কার্যকলাপে অংশগ্রহণ করলে। তাহার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য।