সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এবারই কি শেষ আইপিএল খেলবেন ধোনি? | চ্যানেল খুলনা

এবারই কি শেষ আইপিএল খেলবেন ধোনি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের আসরে দলের সঙ্গে ব্যর্থ হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি নিজেও। এরপরই কথা উঠেছিল আইপিএলে সেটাই চেন্নাই সুপার কিংস অধিনায়কের শেষ মৌসুম কি না। ওই সময় ধোনি স্পষ্টই জানিয়েছিলেন, এটাই শেষ আইপিএল না তার।

আগামীকাল (শুক্রবার) পর্দা উঠবে আইপিএলের ১৪তম আসরের। এই টুর্নামেন্ট শুরুর আগেও প্রশ্ন উঠছে, ধোনি এই আসর পরই আইপিএলকে বিদায় বলবেন কি না। তার মুখ থেকে অবশ্য এই ব্যাপারে কিছু শোনা যায়নি।

তবে বৃহস্পতিবার চেন্নাইয়ের অন্যতম শীর্ষ কর্তা কাশী বিশ্বনাথন জানালেন, এ বছরও হয়তো ধোনি অবসর নিচ্ছেন না। এবারও সিএসকের নেতৃত্বে রয়েছেন তিনি। অনেক আগে থেকেই মাঠে নেমে পড়তে দেখা গিয়েছে তাকে।

সেটা দেখেই ওই কর্মকর্তা বলেন, ‘মনে হয় না এটাই ধোনির শেষ বছর। যদিও এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু নেতৃত্বের জন্য ওকে ছাড়া কারও কথা আমরা ভাবছি না।’

২০০৮ থেকে, অর্থাৎ আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। মাঝে ২০১৬ এবং ২০১৭ সালে সিএসকে নিষিদ্ধ থাকায় তিনি খেলেছিলেন পুনে সুপারজায়েন্টের হয়ে। পরের বছরই খেলতে নেমে চ্যাম্পিয়ন করান চেন্নাইকে। তবে গতবার প্রথমবারের মতো চেন্নাই প্লে-অফে খেলতে ব্যর্থ হয়।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।