যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে প্রত্যাবর্তন জলবায়ু কূটনীতিতে নতুন গতির সঞ্চার করবে। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৯ এপ্রিল) গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা বিশেষ জলবায়ু দূত জন কেরি।
এ সময় আলাপকালে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যে গৃহীত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী মত দেন এই প্রত্যাবর্তন বিশ্বে জলবায়ু কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
এর আগে বাংলাদেশ সফরে আসা বিশেষ জলবায়ু দূত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রীকে আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য নিমন্ত্রণ পৌঁছে দেন। এ বিষয়ে ছবিসহ টুইট করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন “জলবায়ূ পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর কথা শুনতে হবে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু শীর্ষ সম্মেলনে নিমন্ত্রণ জানানো হয়েছে।”