করোনাভাইরাসে জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছেন খুলনা সোসাইটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার রাতে নেতৃবৃন্দ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন। এসময় তারা সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
খুলনা সোসাইটির মাস্ক বিতরণ কমিটির চেয়ারম্যান ডা: মেহেদী হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক। এসময় আরও উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য ইয়াফেজ ইসতিহাদ দীপ, এস এম মিশকাতুল ইসলাম, মো. জয়নাল ফরাজী, নাজমুল জোয়াদ্দার, সাইফুল ইসলাম সবুজ, ডি এস রুবেল ইসলাম, মো: মেহেদী হাসান রাকিব প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি