বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন খুলনা বিএনপি। খবর বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, শনিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনাভাইরাস টেস্টের জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিআরের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তবে বিএনপি চেয়ারপার্সনের শরীরে তাপমাত্রা স্বাভাবিক আছে এবং অন্য কোনো উপসর্গ নেই। এদিকে আজ (১২ এপ্রিল) সোমবার বাদ জোহর খুলনা মহানগর ও জেলা বিএনপি উদ্যোগে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হেরাজ মার্কেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া অনুষ্ঠানে সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।-খবর বিজ্ঞপ্তি