করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ রাজিব হোসেন (৪২)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহাম্মদ রাজিব হোসেনের বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভেদামারী গ্রামে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি জানান, ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন মোহাম্মদ রাজিব হোসেন। গত ১৭ মার্চ তিনি করোনা পজিটিভ হন। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এই জেলায় গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৪৯৩ জনের করোনা পরীক্ষা করে মোট ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৯ জন মারা গেছেন।