করোনা ভাইরাসে সারা বিশ্ব আজ স্থবির, জীবনযাত্রা লকডাউনে বিপর্যস্ত। সারাদেশে কর্মজীবি মানুষের দিন কাটছে কর্মহীন অর্ধাহারে। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া দিনমজুর উদ্বাস্তু,ছিন্নমূল মানুষগুলো ইতোমধ্যে যুব সমাজ এ সকল মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী রান্না করা ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করছে।
যুব সংঘের সাধারণ সম্পাদক আবু সালে শিমুল বলেন দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে গত বছরের ন্যায় এ বছর মসজিদে ভ্রাম্যমান ও ছিন্নমূল মানুষের জন্য মসজিদ কর্তৃক ইফতারের ব্যবস্থাপনা ও বন্ধ। তাই এন/কে ও এন/আই মহল্লার যুব সংঘের উদ্যোগে মাসব্যাপি রমাযানুল মুবারাকে সে সকল ভ্রাম্যমান ও ছিন্নমূল রোযাদারদের মাঝে ইফতার বিতরনের জন্য কর্মসূচী হাতে নিয়ে কাজ শুরু করেছে।
এ কাজ বাস্তবায়নে যুবসমাজ স্বতস্ফুর্তভাবে নিজস্ব অর্থ-সহযোগিতার পাশাপাশি কাজ করে যাচ্ছে। তিনি আরো জনান , এ কাজে এলাকার সাধারন স্বচ্ছল পরিবার ও তাদের সহযোগীতায় অংশগ্রহণ করেছে। তিনি যুব সমাজ ও এলাকাবাসির কৃতজ্ঞতা আদায় করেছেন।
ইফতার বন্টনে উপস্থিত ছিলেন-যুব-কমিটির সভাপতি মোস্তফা কামাল,সহ-সভাপতি মোঃ বাদল আহমেদ, ইমামুল ইসলাম সোহেল,মোঃ মিলন হোসেন,সাধারণত সম্পাদক আবু সালে শিমুল,সহ-সাধারণ সম্পাদক মামুন হোসেন, দুলাল হোসেন, আরুজ ইসলাম,সাংগঠনিক-সম্পদক আব্দুল শুভ,দপ্তরে সম্পাদক আরিফ ইসলাম প্রচার সম্পাদক মোঃ রাহাত হোসেন,ত্রান-সম্পাদক খন্দকার রেজওয়ান অভি সদস্য আপতাব,রাজা,রিয়ান,মামুন হোসেন,হাফেজ ফয়সাল হোসেন প্রমূখ জানায়,দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে আমাদের এই ত্রান ও ইফতার বন্টন কার্যক্রম চলবে।