খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ শাসকদলের সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাশিকুল আনাম রাশুর সুস্থতা কামনা করেছেন। শনিবার (১৭ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে দৌলতপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্রনেতা রাশুকে কুপিয়ে জখম করেন। ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ছাত্রদল নেতা রাশুর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি