অনলাইন ডেস্কঃ খানজাহান আলী থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামী রাজিব হোসেন(২৪)কে খানজাহান আলী থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ আটক করেছে। রবিবার খানজাহান আলী থানা পুলিশ তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, এস আই শওকত, এস আই জাহিদ, এস আই আব্দুল হক, এ এস আই বিপ্লব, শফিকসহ সঙ্গীয় ফোর্স যোগিপোল ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এলাকার সুলতান সরদারের পুত্র একাধিক মামলার আসামী রাজিব সোহেন ওরফে ডাকাত রাজিবকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে একটি দেশীয় অস্ত্র সুটারগান রাজিবের বাসা থেকে উদ্ধার করা হয়।
খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, যোগিপোল ৭নং ওয়ার্ডে কিছু সন্ত্রাসী একত্রিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ঐ এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানের পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় তাদেরকে ধাওয়া করে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামী রাজিব হোসেনকে আটক করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে রাজিব স্বীকার করে তার বাসায় অস্ত্র আছে। রাত ২টা ২০ মিনিটে রাজিবকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে ঘরের বারান্দার মাচার উপর চাটাইয়ের মধ্যে বাজারের ব্যাগে রাখা দেশীয় একটি সুটারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে খানজাহান আলী থানায় অস্ত্র আইনের ৩/১৯-এ ধারায় মামলা হয়েছে(মামলা নং ১৪ তং ২৫/৩/১৯)।