বুধবার সকাল আনুমানিক ৫ টায় সময় দৌলতপুর থানার বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিকো (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না……………রাজিউন)। বিএনপি নেতা মৃত্যুকালে মা, ভাই, স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ বিবৃতিদাতারা অপর এক বিবৃতিতে খুলনা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, সাবেক পিপি এড. মঞ্জুরুল আলমের স্ত্রী নুরুন্নাহার হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মরহুমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত এড. মঞ্জুরুল আলমের সুস্থতা কামনা করেন।-খবর বিজ্ঞপ্তি