জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর আহবায়ক, প্রবীন আইনজীবী মঞ্জুর-উল-আলম (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় তিনি মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছু দিন যাবৎ নানা ধরনের শারিরীক সমস্যায় ভুগছিলেন। মঞ্জুর-উল-আলম সাবেক পাবলিক প্রসিকিউটর ও সিটি ল কলেজের শিক্ষক ছিলেন।
গতকাল শুক্রবার বাদ জুমা খুলনা সরকারী মহিলা কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক , মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ,মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বিএনপি মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস,কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব জাতীয়পার্টি মোঃ শফিকুল ইসলাম মধু,মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, আ’লীগ নেতা এসএম কামরুল আলম মিন্টু সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে বয়রার খালাসি বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।