করোনা ভাইরাসের ধাক্কায় দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের ৪৭ শতাংশ এখন কর্মহীন রয়েছেন। তাদের ২৮ শতাংশ এরই মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। একটি সাম্প্রতিক গবেষণা থেকে এই তথ্য মিলছে।
ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির অধীনে করা জরিপভিত্তিক গবেষণা থেকে করা খবরে বলা হয়েছে, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে দেশে ফিরে আসা মানুষগুলোর ৪৭ শতাংশ এখনো আয় উপার্জনের কোনো পথ করতে পারেনি। এরা এখন হয় পরিবারের অন্য সদস্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে নয়তো আত্মীয় পরিজনের কাছ থেকে ঋণ নিয়ে চলছে।
শুক্রবার প্রকাশিত ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের ৫৩ শতাংশ হয় ছোট খাটো ব্যবসা শুরু করেছেন, নয়তো দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তবে এর পরেও দেশে ফেরত ৯৮ শতাংশ প্রবাসী এখনও তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত।
ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির আওতায় মোট ১৩৬০ জন দেশে ফেরা প্রবাসী শ্রমিকের ওপর জরিপটি চালানো হয়। দেশের ৩০ জেলায় মার্চ ও এপ্রিল জুড়ে চলে তথ্য সংগ্রহ ও জরিপের কাজ।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৮.০১ শতাংশ এখন গ্রামে বসবাস করছে।