বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় সোমবার দুপুর ১২টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত ও পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেনি বনবিভাগ।
বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের স্থানের দেড় কিলোমিটার এলাকাজুড়ে চারপাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশাকরি খুব তারাতারি আগুন নিয়ন্ত্রণে আনতে পারব। কি কারণে আগুন লেগেছে এ মুহূর্তে তা বলা যাচ্ছে না। তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার প্রকৃত উৎঘাটন করা হবে।
বাগেরহাট ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয় লোকজন ও বন বিভাগের কর্মীরা সহয়তা করছে।a