খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিক সৈয়দ ঈসাকে। সোমবার (৩ মে) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সকলের শ্রদ্ধা ও ভালোবাসার সৈয়দ ঈসাকে ২০তম
মৃত্যুবার্ষিকীতে করোনার প্রাদুর্ভাবের কারনে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্মরণকরা সম্ভব হয়নি। ২০০১ সালের ৩ মে সৈয়দ ঈসা মৃত্যুবরণ করেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী সৈয়দ ঈসা আইয়ূব বিরোধী ছাত্রআন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলন এবং খুলনার শ্রমিক আন্দোলনে সাহসী ভূমিকা খুলনাবাসী শ্রদ্ধার সাথে স্মরন রেখেছেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহনকারী সুদর্শন মরহুম সৈয়দ ঈসা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আর্দশের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতে যোগদান করেন। তিনি খুলনা জেলা বিএনপির আহবায়ক ও সাধারন সম্পাদক এবং মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে নিরলসভাবে কাজ করেছেন। ক্ষুরধার লেখনি, সুবক্তা, বিনয়ী, সাহসী, সত্যবাদী ও কর্মীবান্ধব জননেতা সৈয়দ ঈসা বেঁচে থাকবে সকলের মাঝে বহুকাল। ২০তম মৃত্যুবার্ষিকীতে মহানরব্বুল আলামিনের কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান।-খবর বিজ্ঞপ্তি