কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগর শাখার নিদের্শনায় সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন খালিশপুর থানা শাখার উদ্যোগে ৫ মে বুধবার বিকাল সাড়ে পাঁচটায় খালিশপুরস্থ সাগর পার্টি সেন্টার প্রাঙ্গণে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের খালিশপুর থানা শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি রোটাঃ ইঞ্জিনিয়ার ইমদাদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন মহানগর শাখার সাধারণ সম্পাদক তৌহিদা পারভীন রুমু, ১০নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম,সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি শেখ আল রুবেল, সহ-সভাপতি নাজমুল হাসান, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম শাওন,অর্থ সম্পাদক ফকরুল হাসান,লবণচরা থানা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী লিটন,খালিশপুর থানা শাখার সিনিয়র সহ সভাপতি হাসানুর রহমান তানজির, সহ সভাপতি রামিজ রেজা, যুগ্ম সম্পাদক এম এম মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাজিব, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন সজল, আলো সম্পাদক রবিউল হোসেন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজওয়ানুল কবির শিবলু, পরিবেশ সম্পাদক সাজিদ হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ মিলন, হুমায়ুন কবীর বাদল, সামিউল ইসলাম প্রমূখ।