বাংলাদেশ অল-রাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান অংশ নিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে। তারা দুজনেই দেশে ফিরবেন বৃহস্পতিবার সন্ধ্যায়।
আহমেদাবাদ থেকে একই ফ্লাইটে সাকিব-মোস্তাফিজ দেশে ফিরবেন বলে জানিয়েছে তাদের পারিবারিক সূত্র। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেয়া চার্টার্ড ফ্লাইটে করে দেশে পাঠানো হচ্ছে দুজনকে।
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের সমন্বিত খরচে এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে বিদেশি খেলোয়াড়দের বেশিরভাগকেই দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যারা বাকি থাকবেন তারাও শুক্রবারের মধ্যে চলে যাবেন নিজ দেশে। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়নি। তারা শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপে অবস্থান করবেন অস্ট্রেলিয়া ফ্লাইট চালু হওয়া পর্যন্ত।
তবে সাকিব মোস্তাফিজ দেশে ফিরলেও তাদের থাকতে হবে হোটেল কোয়ারেন্টিনে। গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হয়েছে, ভারত ফেরত সবাইকেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।