বাগেরহাটের মোল্লাহাটে ৩৫ হাজার জাল টাকাসহ ফেরদাউস শেখ (২৫) নামে জাল টাকার কারবারিদের মাঝে এক যুবককে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কাছের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটক ফেরদাউস শেখ অত্র উপজেলার কামার গ্রামের বুলবুল শেখের ছেলে। এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা রুজুসহ বুহস্পতিবার সকালে আটক ফেরদাউসকে বাগেরহাট আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়- ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানা পুলিশের এস আই ঠাকুর দাসের নেতৃত্বে অভিযান চালালে ওয়াজেদ মেমোরিয়াল স্কুলের কাছের একটি দোকান থেকে জাল টাকা লেনদেনের সময় ফেরদাউস শেখ হাতেনাতে ধরা পড়েন। তাঁর কাছে ৩৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এসময় তার সাথে থাকা অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতেই মোল্লাহাট থানা পুলিশের এস আই ঠাকুর দাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫ এর এ এবং বি ধারায় মামলা করা হয়। মামলাটি ৩ নাম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবীর জানান- ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিত্বে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ফেরদাউস শেখ নামে এক জাল নোট কারবারীকে আটক করেছে। তাঁর নামে থানায়একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৩। আটককৃত আসামীকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।