‘ল’এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর রুপসাঘাটস্থ রিসোর্ট প্রাঙ্গণে দুস্থ্যদের মাঝে গতকাল শুক্রবার বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা ড. মোঃ আতিকুস সামাদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শেখ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক লিটন কুমার রায়। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খেলাফাত হাওলাদার ও ‘ল’এসোসিয়েশন অব বাংলাদেশ এর খুলনা মহানগরের সভাপতি এ.আর.রাজিব ও সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম এবং সহ-সভাপতি শামিম হুসাইন, শিউলি খানম, মোঃ সোয়াইব বিন হাবিব(নাহিন),যুগ্ন সাধারন সম্পাদক হাসানুল ইসলাম,আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক ওমর কামাল, প্রবীর মন্ডল,হুসাইন মোল্লাহ আইন বিষয়ক সম্পাদক সাদিয়া স্বর্ণা অর্থ বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান প্রমুখ।