খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোন মানুষ অর্থ, খাদ্য ও বস্ত্রের অভাবে থাকবে না।
সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতিমধ্যে পাওয়া শুরু করেছে। দেশের কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার বিপুল পরিমাণ খাদ্য, বস্ত্র ও অর্থ সহায়তা দেওয়া দিয়ে যাচ্ছে।
‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র পক্ষ হতে আজ রোববার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে চার শতাধিক গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরকার, এমপি সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদর মিজানুর রহমান, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, ইউপি সদস্য কামরূল সরদার, মোঃ শিমুল হোসেন,এস এম রিয়াজ, রাসেল, হিমেল,সাব্বির ও ময়না সুলতানা প্রমুখ।