খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনাকালীন সময়ে ভিক্ষুকমুক্ত নগরী খুলনায় ভিক্ষুকের উপস্থিতি সংখ্যা দেখলেই প্রমান মেলে সাধারণ মানুষ কতটা অভাবে আছে। তিনি ফটোসেশন না করে অসহায় মানুষের ঘরে ঘরে পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। মঙ্গলবার বিকেলে ২৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। একই সাথে সমাজের প্রতিটি বিত্তবান ও বিএনপির নেতাকর্মীদের প্রতি অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সেখ জামাল উদ্দিন, বাচ্চু মীর, সেখ মনিরুল ইসলাম, সেখ সিরাজুল ইসলাম, বুলবুল আহমেদ, অহিদুজ্জামান অহিদ, আ, রহমান, সাজ্জাদ হোসেন, যুবনেতা মাহবুব, কুদ্দুস, নাহিদ আল গালিব প্রমূখ। এদিকে মহানগর ছাত্রদলের উদ্যোগে বিকাল ৫টায় মহানগর ছাত্রদলের উদ্যোগে বুড়োমৌলভীর দড়গা শরীফে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ কিনিয়া শাদাৎ, সাজ্জাদ হোসেন লিটু, মাহিম আহম্মেদ রুবেল, মুশফিকুল হাসান অভি, মাহমুদুল হাসান মুন্না, আব্দুল আহাদ শাহিন, শেখ আল মামুন, আবির হোসাইন, রিফাত রাসেল প্রমূখ। পরে রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে বিকাল সাড়ে ৫টায় ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুর্ববানিয়া খামার বড মসজিদ এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হাসান মেহেদী রেজভির সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, মোহাম্মাদ আলী, জমসেদ আলী খান খোকন, জাকারিয়া লিটন, মাসুদ রেজা, মো. হানিফ, মো. ঈসা, কামরুল শেখসহ অনেকে।-খবর বিজ্ঞপ্তি