রিয়াদ হোসেন :: গরীব দুঃখী রবে বেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ স্লোগানে নব গঠিত সংগঠন তালার খেশরা ফুড ফাউন্ডেশন কতৃক ঈদ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সদস্যরা। এসময় তারা ইউনিয়নের দুই শতাধিক দুঃস্থ ,অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রী বিতারণে উপস্থিত ছিলেন খেশরা ফুড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ-পরিচালক রিয়াদ হোসেন, শেখ সাব্বির রহমান, সুমন গোলদার, সংগঠনটির সদস্য সুমন, শাহিন, ফরহাদ, মুস্তাক, নাঈম, পারভেজ, ঈমনসহ আরো অনেকে। এসময় পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ বলেন, আমরা খেশরা ব্লাড ফাউন্ডেশনের পাশাপাশি এ বছর খেশরা ফুড ফাউন্ডেশন গঠন করেছি। আর এই সংগঠনের শুরুতে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের অসহায়,অস্বচ্ছল দেখে দুই শতাধিক পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। উপহারের এ প্যাকেজে সিমাই, চিনি, দুধ, বাদামসহ আরো কিছু প্রয়োজনীয় খাদ্য ছিল। আমরা আমাদের কার্যক্রম পুরো বছর জুড়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সমাজের জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিত্তবানদের আমাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।