স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহিরুল হক।
আজ বৃহস্পতিবার (২০ শে মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
দুদক কমিশনার (তদন্ত) জহিরুল হক জানান, কাজী জেবুন্নেসার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসলেই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।
এর আগে, সংবাদ সংগ্রহের জন্য সচিবালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং মামলা দিয়ে হেনস্তা করার ঘটনায় আলোচনায় আসে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম।
এদিকে, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলার শুনানি আজ শেষ হলেও জামিনের বিষয়ে আদেশ রবিবার (২৩শে মে) হবে বলে জানিয়েছেন আদালত।
এদিকে, গেল মঙ্গলবার (১৮ই মে) প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে, আদালত অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করে রিমান্ড নামঞ্জুর করে রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তারপর থেকেই কাশিমপুর কারাগারে রয়েছেন রোজিনা ইসলাম।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা ও নথি নিজের কাছে রাখার অভিযোগে গেল সোমবার (১৭ই মে) রাজধানীর শাহবাগ থানায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ এনে গ্রেপ্তার দেখানো হয়।