খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমানে আমাদের দেশ আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়ায় সক্রিয় এবং অত্যাধূনিক প্রযুক্তি সম্পন্ন। আর এগুলো সম্ভব হয়েছে একমাত্র দি মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরা- খুলনায় আঘাত হানতে পারে। এজন্য ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় দেশের সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে কাজ করে চলেছে। তাই আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ করতে হবে।
সাংসদ মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূবাইয়া তাছনিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার(ভূমি) খান মাসুম বিল্লাহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ফ. ম. আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপু সাহা, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, টিএসবি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, আওয়ামী লীগ নেতা মোর্শেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, এসএম হাবীব, শ.ম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আকতার ফারুক, আজিজুল হক কাজল, ওহিদুজ্জামান মিজান, মোঃ আসাদ শেখ, রাজীব দাস টাল্টু, ফরিদ শেখ, সুব্রত বাকচী, নুর ইসলাম, আজমল ফকির প্রমূখ।
তেরখাদা উপজেলা থেকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, মোঃ শারাফত হোসেন মুক্তি, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ইবনে হাসান ওয়ালিদ, আ’লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমেদ প্রমূখ।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিমুজ্জামান মিলন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক আবুল কালাম আজাদ, দিঘলিয়া সদরের এমপি প্রতিনিধি ও সদর ছাত্রলীগ আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, ছাত্রলীগ নেতা শেখ মোঃ আলামিন সহ আরও অনেকে।-খবর বিজ্ঞপ্তি