খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেন, আমার নির্বাচনী এলাকায় কাওকে দলের নাম ভাঙ্গিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা।
তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে কোনো প্রকার চাপ ছাড়া সঠিক ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রভাবে যে কোনো ধরনের দূর্যোগ মোকাবেলা ও সহায়তা করতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
আজ দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা কন্ফারেন্স রুমে ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব নির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ আলিমুজ্জামান মিলন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মোল্লা, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা এস এম গোলাম রহমান খান আব্দুর বারী, প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি