গত কয়েকদিনের ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অস্বাভাবিক জলোচ্ছাসে কয়রায় ৪ টি ইউনিয়নের ৪০ টি গ্রাম প্লাবিত হয়। পানি বন্দি হয়েছে হাজার হাজার মানুষ। তখনই বন্যার্তদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখা। বিভিন্ন সময় ইউনিয়ন রক্ষা বেঁড়িবাঁধকে রক্ষার জন্য নেতাকর্মীরা কাজ করেছেন অক্লান্ত পরিশ্রম। বুধবার দুপুরে ও রাতে উপজেলার শাকবাড়ীয়া ও কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় ৪ টি ইউনিয়নের ৪০ টি গ্রাম। কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর নির্দেশনায় বুধবার থেকে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সাধারণ মানুষের সাথে স্বেচ্ছাশ্রমে ওই বাঁধ মেরামতের কাজে নেমেছেন একঝাক ছাত্রলীগ কর্মীরা। বুধবার থেকে শুরু করে প্রতিদিন প্রত্যেক ইউনিয়নে ছাত্রলীগ কর্মীদের বাঁধ বাঁধার কাজে নিজে পৌছে দিয়ে সেচ্ছায় কাজে লাগিয়ে দিয়েছেন। এমনকি তিনিও নিজে মাটির কাজ করেছেন। শুক্রবার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী পবনা বাউলিয়া ঘাটা বাঁধে মাইকিং করে লোকজন নিয়ে বাঁধ বাধার কাজ করতে দেখা যায়। শুধু তাই নয় স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা সাধারন মানুষের মাঝে পানি খাওয়াতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। সফলও হয়েছেন। প্রাথমিক ভাবে ২টি ইউনিয়নের বাঁধ মেরামত হয়েছে। গ্রাম রক্ষা বাঁধের পানি প্রবেশ আটকানোর জন্যও ছাত্রলীগ কর্মীদের অবদান ছিল প্রশংনীয়। এর আগে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল উপজেলার ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে ঘূর্ণিঝড় ইয়াস এর আগাম প্রস্তুতি নিয়েছিলেন। সাইক্লোলন শেণ্টার পরিস্কার, গ্রামের অসচেতন মানুষকে ঘূর্ণিঝড় ইয়াসকে সম্পার্কে আগে ও পরে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ, বৃদ্ধ ও শিশুদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা, আশ্রয় কেন্দ্রে শুকনা খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বাঁধ সংস্কার কাজ ও উদ্ধার কাজ করেছেন তারা। এ সময় ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানবতার কল্যানে কাজ করে আসছে এবং ভবিষ্যতে করবে।।বর্তমান ছাত্রলীগের কান্ডারী আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্রাচার্যের দক্ষ নেতৃত্বে দেশ ও জনগনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্বাবধায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। দেশ ও জনগনের নিকট আস্তা ভরসা ও ভালবাসার প্রতিক হিসেবে ফুটে উঠছে বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরও বলেন, জাতির যে কোন দূর্যোগে সব সময় অগ্রণী ভুমিকা পালন করছে এই করোনা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের কাজেও ছাত্রলীগ নিজেদের সর্বোচ্চ পরিশ্রম ও সহযোগিতা নিয়ে অসহায়দের পাশে থাকবে ইনশাআল্লাহ।