সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতিয়াতাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর থানার উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। সকালে নগরীর দোলখোলা মোড়ে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজিব ও পরিচালনা করেন সদস্য সচিব ওমর ফারুক বনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মর্তোজা, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জামাল হোসেন তালুকদার, যুবদল নেতা মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, একরামুল হক হেলাল, ফারুক হিল্টন, মাসুদ পারভেজ বাবু, নেঈম হাসান, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, ছাত্রদল নেতা, ইস্তি আহম্মেদ, তাজিম বিশ্বাস, তানজিদ আহমেদ মিশু, স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জুর শাহিন রুবেল, নাঈম হাসান আসিফ, আল আমীন শেখ, জুলফিকার আলী ভূট্টো, মিজান সরদার, রিপন শিকদার, কামরুজ্জামান মিলন প্রমূখ। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এছাড়াও নগরীর ২৪, ২৭, ২২, ২১, ৩০নং ওয়ার্ডে খারুজ্জামান সজিবের নেতৃতে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।