রবিবার দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডবিউসি, পিএসসি এর তত্ত্বাবধানে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া, বানাতিপাড়া, চারিপাতা, পশুরবুনিয়া, মাঝের হাওলা, দশকানি ও চিংগুরিয়া এলাকায় দুঃস্থ ও অসহায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। অন্যদিকে, বানৌজা মংলা কর্তৃক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ এলাকায় ১৩শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্ণিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, চিনি, লবণ, আলু, বিস্কুট, মোমবাতি ও গ্যাসলাইট। এই ত্রাণ সহায়তা দুঃস্থ ও অসহায় মানুষগুলোর মনে আশার সঞ্চার করে।