বিনোদন প্রতিবেদক: ব্যতিক্রমী সুর ও ছন্দে একটি গান গেয়েছেন তরুণ শিল্পী সাথী খান। গানটির শিরোনাম ‘বনমালী’। গত তেশরা জুন এটি সিডি চয়েস এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। জমকালো আয়োজনে নির্মিত গানটি বেশ হইহই করেই চলছিল সেখানে। তিনদিনে গানটি শুনেছেন এবং দেখেছেন লক্ষাধিক মানুষ। বিধিবাম গানের দু’টি লাইন! গানটির প্রথম তিনটি বাক্য হলো- ‘কৃষ্ণ করলে লীলাখেলা আর রাধা করলে ঢং, পুরুষ মানুষের সবই রাইট হয় নারী করলে রং’ ও ‘বনমালী তুমি পরজমনে হইও রাধা’। আর এ নিয়েই চলছে তুমুল বিতর্ক। বাক্য ও ছন্দ নকলের অভিযোগ তুলেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। তার দাবি, তিন শব্দ পরিবর্তন করে প্রথম দুটি লাইন হুবহু রাখা হয়েছে। এমনকি। এ প্রসঙ্গে তিনি বলেন, “কৃষ্ণ করলে লীলাখেলা আর আমি করলে ঢং, বড়লোকের সবই রাইট হয় গরিব করলে রং’- এটি আমার গান। যেখান থেকে ‘আমি’ বদলে ‘রাধা’ আর ‘গরিব’ বদলে ‘পুরুষ’ লেখা হয়েছে। গানটির সুর ও তালও একই রকম।’’
গানে ব্যবহৃত যে বাক্যগুলো নিয়ে বিতর্ক তোলা হচ্ছে তা প্রচলিত কথা দাবি করে ‘বনমালী’ গানটির শিল্পী সাথী খান বলেন, “প্রীতম ভাই আমার মৌলিক গানটি তার বলে দাবি করছেন। কিন্তু গানের মাত্র দু’টি লাইন ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’ শরৎ থেকে নেয়া। আর তিনি যে কৃষ্ণ করলে লীলা খেলা নিয়ে কথা বলছেন এটা প্রচলিত কথা। এটা আমি তার থেকে কেন নিতে যাবো?।”
তাহলে গানটি কি আসলেই নকল করা- জানতে চেয়ে নতুন গান ‘বনমালী’র গীতিকার কাজী শাহিনের সঙ্গে কথা বলে হলে তিনি জানান, এটি তাদের এলকার প্রচলিত একটা কথা। গ্রামের মানুষের মুখে মুখে কথাটি ঘুরে ফেরে। সেখান থেকেই তিনি নিয়েছেন। কিন্তু বিতর্ক তোলার আগে কখনও প্রীতম আহমেদের ‘কৃষ্ণলীলা’ গানটি শোনেননি। বলেছেন অনেকটাই মিল আছে। তবে আমি উনারটা নকল করা হয়নি।