চ্যানেল খুলনা রিপোর্ট : পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গাছ আমাদের আর্থিকভাবেও লাভবান করে। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে বৃক্ষ রোপণ আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার (৭ জুন) সকালে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বােধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে খুলনাস্থ ভারতীয় সহকারি হাই কমিশনারের কার্যালয় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। সহকারি হাইকমিশনার রাজেস কুমার রায়না এ সময় উপস্থিত ছিলেন।
মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রীর আহবান বাস্তবে রূপ দিতে তিনি পর্যাপ্ত বৃক্ষ রোপণ ও যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করতে হবে। খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণে ভারত সরকারের সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে ভারতের সহকারি হাই কমিশনার বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকেও গাছ আমাদের রক্ষা করে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষা কোন দেশের একার কাজ নয়। বিশ্ব সম্প্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রদায়কে সম্মিলিতভাবে এ কাজে যত্নশীল হতে হবে। উভয় দেশের পারস্পারিক সহযোগিতা বিদ্যমান এবং ভবিষ্যতে সহযোগিতার এ ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, কাজী তালাত হোসেন কাউট, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।