বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনী তর্কে যুবলীগের এক কর্মীকে প্রতিপক্ষের কর্মীরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবারবার বেলা ১০টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর জখমী যুবলীগ কর্মী আসাদুল ইসলাম আকনকে(২৭) প্রথমে মোড়েলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখমী আসাদুলের সর্বশেষ অবস্থা সম্পর্কে তার ভগ্নিপতি আসাদুজ্জামান হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানান, আসাদুলের অবস্থা আশংকাজনক। তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্ততি চলছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেন নি।
ঘটনা সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন বলেন, চায়ের দোকানে বসে ইউপি নির্বাচনের আলোচনার এক পর্য়ায়ে প্রতিপক্ষ প্রার্থীর এক কর্মী আসাদুলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মোরেলগঞ্জ হাসপাতালের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আসাদুলের পেট থেকে নাড়িভূড়ি বেরিয়ে এসেছে তাই তাকে দ্রুত খুলনায় হস্তানান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত(রাত ৯টা) কেউ লিখিত অভিযোগ করেনি তবে ঘটনার পর থেকে ছুরিকাঘাতকারি যুবককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।