মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া “রিয়েলমি সি ১৫ মডেলের” মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার দুপুরে মাগুরা সদর থানার এস আই অমৃত কুমার বিশ্বাস এবং অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদিন মন্ডল উপস্থিত থেকে মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
মোবাইল হাতে পেয়ে হাফেজ সানিমের চোখেমুখে আনন্দের ঝিলিক। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি সত্যিই হারিয়ে যাওয়া ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন এই দুই পুলিশ কর্মকর্তা।
হারানো মোবাইল উদ্ধারে পুলিশ সত্যিই সক্ষম
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার উপপরিদর্শক (এসআই) অমৃত কুমার বিশ্বাস বলেন, পুলিশ কর্মকর্তারা নানা কাজে ব্যস্ত থাকেন। তারপরও তারা পেশাদার। অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমইআই নাম্বার সার্চ করে তিনি অনেক মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছেন।
সানিমের মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি গত ২ এপ্রিল অভিযোগ পেয়ে অভিযান শুরু করেন। মাগুরার পারনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদিন মন্ডল বলেন, মোবাইল ফোন ফিরে পেয়ে মানুষজন অবাক ও খুশি হন। পুলিশের এই তৎপরতা আরও গতিশীল করা হবে।