খুলনা করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় ৭ দিনের লকডাউন এর ঘোষণা দেন খুলনা জেলা প্রশাসক।তারিই প্রেক্ষিতে খুলনা জিরো পয়েন্ট ঢিলেঢালাভাবে পালিত হয়েছে লকডাউন এর প্রথম দিন। প্রয়োজন ব্যতীত সকল প্রকার যান্ত্রিক পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে নানান অজুহাত দেখিয়ে চলাচল করতে দেখা গেছে প্রাইভেট কার, মোটরসাইকেল, ট্রাক,পিকআপ সহ ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক। জিরো পয়েন্টে কিছুটা প্রশাসনিক তৎপরতা থাকলেও লোকসমাগম এবং যান্ত্রিক পরিবহন চলাচলে তেমন কোন বাধা পরিলক্ষিত হয়নি।স্বাস্থ্য বিধি না মেনে অনেক মানুষের মুখে মাস্ক ব্যবহারে অনীহা দেখা যায়। হরিনটানা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি। সর্বাত্মক চেষ্টা করছি মানুষকে ঘরে থাকার সেইসাথে স্বাস্থ্যবিধি যারা মানছেন না তাদেরকে স্বাস্থ্যবিধি মানানোর ব্যপারে উদ্ভুদ্ধ করছি।