বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ছয়টি কেসে দশ হাজার ছয়’শ টাকা জরিমানা ও নগদ আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন গত বুধবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত মোল্লাহাটের দারিয়ালা, নাশুখালি ও জয়ডিহিসহ বিভিন্ন বাজার ঘুরে এ মোবাইল কোর্ট পরিচালনা ও নগদ জরিমানা করেন। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক ব্যবহার না করা, চা দোকানে আড্ডা দেয়াসহ তাস-লুডু খেলা এবং বিভিন্ন অপরাধে মোট ৬’টি কেসের মাধ্যমে এ জরিমান করেন তিনি। এছাড়া এসময় তিনি অনেকের মাঝে মাস্ক বিতরন করেন।
উল্লেখ্য, মোবাইল কোর্টর উপস্থিতি বুঝতে পেরে নাশুখালি বাজারের কয়েকটিসহ বিভিন্ন চা দোনের আড্ডাবাজ ও তাস-লুডু খেলোয়াড়রা দিক-বিদিক দৌড়ে/ছুটে পালায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন জানান, এ অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। যদি কেউ এর আওতায় আসে তা হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।