বাগেরহাটের মোল্লাহাটে ২০২০-২১ অর্থ বছরে ২০২১-২২ খরিফ-২মেীসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির উদ্বোন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে উক্ত কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, শেখ সালমান জামান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও উপ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমান প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ শত কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।