মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের অসহায় পাটশ্রমিক, স-মিল শ্রমিক, অটো চালকসহ নানা ধরনের খেটে খাওয়া ২৫০টি অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ টাকা প্রদান করেছে ১৫নং ওয়ার্ডের ”গাবতলা জনকল্যান সমিতি” নামক একটি সংগঠন। আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি এই ত্রাণ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, সরকার জনগণের পাশে আছে,কেউ না খেয়ে থাকবে না। তিনি বলেন, এভাবে এই দুর্যোগকালিন সময়ে অসহায়দের পাশে বিত্তবানদের আরো এগিয়ে আসার আহবান জানান। গাবতলা জনকল্যান সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম,খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মোঃ হুমায়ুন কবীর, রোটারিয়ান আশিষ কুমার দে, রোটারিয়ান ইঞ্জিঃ শামীম আহমেদ। উল্লেখ্য,কদমতলা,গাবতলা এবং আলমনগর এলাকার রেলসাইডে বসবাসকারী ২৫০টি অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল এবং নগদ একশত টাকা প্রদান করা হয়।