আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মন্দিরের তালা ভেঙ্গে দু’টি মূল্যবান ধাতবে তৈরি মূর্তি চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৮ জুলাই) খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামে।
কাপসন্ডা সার্বজনিন জগদ্ধাত্রী মন্দিরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পুরোহিত কারুনা কান্তি ব্যানার্জী পূজা দিয়ে মন্দিরের গ্রীলে তালা আটকে মন্দির বন্দ করে দেন। সন্ধ্যা সাদে ৭ টার দিকে মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ মোহন ব্যানার্জীর কন্যা ঋতু ব্যানার্জী মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে দেখে দরজার তালা ভাঙ্গা। তখন অন্যরা সেখানে গিয়ে দেখে মন্দিরের মধ্যে থাকা মূর্তিগুলোর মধ্যে ২০০ বছরের পুরাতন পাথরের তৈরি নারায়ন মূর্তি ও পিতলের তৈরি কৃষ্ণ মূর্তি নাই। মূর্তি দু’টির আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। এব্যাপারে মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ মোহন ব্যানার্জী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, মূর্তি চুরির অভিযোগ পেয়েছি, একজন দারোগাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।