সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
অনলাইনে পশু কেনাবেচায় সরকারের অনুরোধ | চ্যানেল খুলনা

অনলাইনে পশু কেনাবেচায় সরকারের অনুরোধ

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অনলাইনে কোরবানির পশু কেনাবেচার অনুরোধ জানিয়েছে সরকার। গণমাধ্যমে প্রচারের জন্য রবিবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। তাই খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানানো হয়েছে।’

সরকার বলছে, অনলাইনে করোনার ঝুঁকি এড়িয়ে কোরবানির পশু কেনা সহজ হবে। এতে নিরাপদ থাকবে দেশের মানুষ।

গত বছর করোনার মধ্যে ঈদে অনলাইনে বিক্রি হয়েছিল ২৭ হাজার পশু। তবে এবার এক লাখ পশু বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি জুম প্ল্যাটফর্মে ‘ডিএনসিসি ডিজিটাল গরু হাট ২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার লোকজন থেকে অনলাইন প্ল্যাটফর্মে গরু কিনতে পারবেন ঢাকার গ্রাহকরা। এটি বাস্তবায়ন করা গেলে গরু কিনতে কেউ হাটে ভিড় করবে না। আর এতে করোনা সংক্রমণের ঝুঁকিও কমবে বলে আশাবাদী সরকার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘করোনার ভয়াবহতার কারণে এ বছর পশু কেনাবেচায় আরও সতর্কতা অবলম্বন করতে হবে।’

ডিজিটাল ব্যবস্থাপনা প্রবর্তন হওয়ার কারণে অর্থনীতি এখনও সচল আছে বলে মনে করেন তিনি।

গত ২৮ জুন ডিজিটাল কোরবানি হাট ব্যবস্থাপনায় ডিএনসিসির সঙ্গে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী ডিজিটাল হাটের মাধ্যমে বিক্রি হওয়া কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ, সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, পর্যাপ্ত পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী ও পশুস্বাস্থ্য পরীক্ষায় পশুচিকিৎসক নিয়োগের মতো বিষয়গুলো নিশ্চিত করা হবে।

ডিএনসিসি, ই-ক্যাব, বিডিএফএর যৌথ ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও এটুআইয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল পশুর হাট বসবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

মিশর-ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কিশোর গ্যাং মোকাবিলায় নির্দেশনা প্রধানমন্ত্রীর

সরকারি সফর শেষে কাতার থেকে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

স্মার্ট ভূমিসেবা বাস্তবায়নে গতি আনতে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।