সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মডার্নার ২৬ হাজার চারশ ডোজ টিকা পৌঁছেছে খুলনায় | চ্যানেল খুলনা

মডার্নার ২৬ হাজার চারশ ডোজ টিকা পৌঁছেছে খুলনায়

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ঢাকা মেট্রো-শ-১৩-১৪১১) নম্বরের রেফ্রিজারেটর ভ্যানটি রোববার (১১ জুলাই) রাতে খুলনা মহানগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সামনে পৌছেছে। পরে সিভিল সার্জন কার্যালয় ও ভ্যাকসিন বিষয়ক কমিটির কাছে গাড়িতে থাকা মডার্নার ২২টি কার্টুন বুঝিয়ে দেন বেক্সিমকোর সংশ্লিষ্ট কর্মকর্তা।টিকা গ্রহণকালে সিভিল সার্জন কার্যালয়ের ৫ সদস্যের কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, টিকাগুলো দুই হাজার ৬৪০টি ভাওয়ালে রয়েছে। ১টি ভাওয়াল থেকে ১০ জনকে এই টিকা দেওয়া যাবে। অর্থাৎ ২৬ হাজার ৪শ’ জন পাবেন এই টিকা। মডার্নার টিকা গ্রহণকালে সেখানে সিভিল সার্জনের পক্ষে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।বেক্সিমকোর আরএসএম মো. আজিজুল হক জানান, সরকার যুক্তরাষ্ট্র থেকে এই ভ্যাকসিনগুলো আনলেও দেশে বিনামূল্যে সরবরাহের দায়িত্ব পালন করছে বেক্সিমকো কোম্পানি।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার এই টিকা আরও পর্যায়ক্রমে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায় নির্দিষ্ট বয়সী মানুষদেরকে দেওয়া হবে। এভাবেই পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে। টিকা প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ শেষ হলে মঙ্গলবার (১৩ জুলাই) থেকেই দেওয়া শুরু হতে পারে। এছাড়া সিনোফার্মের টিকা স্বাস্থ্য ও বিশ্ববিদ্যালয় এবং মেডিক‌্যাল শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হচ্ছে। যা নগরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও দেওয়া হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।