অনলাইন ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন তিন দিনের সফরে
আগামীকাল (১৮ এপ্রিল) রাতে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৯ এপ্রিল সকাল সোয়া নয়টায় মংলা চিলা সিন্দুরতলা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন, সকাল সোয়া ১০টায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, কুমির প্রজনন কেন্দ্র, কচ্ছপ প্রজনন ও ইকোট্যুরিজম স্থাপনাসমূহ পরিদর্শন, সকাল সাড়ে ১১টায় হাড়বাড়ীয়া
ইকোট্যুরিজম কেন্দ্রের ফুট ট্রেইল টাওয়ার পরিদর্শন, কুমির অবমুক্তকরণ এবং বিকাল তিনটায় মংলা ঘষিয়াখালী চ্যানেল ও রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকা পরিদর্শন করবেন।
মন্ত্রী ২০ এপ্রিল সকাল ১০টায় মংলা র্পোটের সম্মেলনকক্ষে সুন্দরবন সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সহব্যবস্থাপনা সংগঠনের নেতৃবৃন্দের সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশে মংলা ত্যাগ করবেন।