সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোভিড-১৯ এর সংক্রমন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ থেকে জনগণ কে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। মানবতার এই বিপর্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে বাংলাদেশের কোভিড-১৯ অধিক সংক্রমন অঞ্চল সমূহের করোনা ডেডিকেটেড হাসপাতাল গুলোতে জরুরী অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য আইইবি’র কেন্দ্র/উপকেন্দ্র সমূহের তত্বাবধানে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টার গঠন করা হয়েছে ।
আইইবি খুলনা কেন্দ্রের তত্বাবধানে অক্সিজেন সাপোর্টের কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৬/০৭/২০২১ ইং তারিখ রোজ সোমবার ডাক্তারগণের প্রতিনিধিদের সাথে আইইবি খুলনা কেন্দ্রের নেতৃবৃন্দের এক যৌথ সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ. এর সভাপতিত্বে সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মাদ এরশাদ সভাটি সঞ্চালনায় করেন। এ সময় আইইবি খুলনা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া, প্রফেসর ড. প্রকৌশলী মনিরুজ্জামান, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল আহাদ, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধাক্ষ্য ডাঃ মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন খুলনা ডাঃ নিয়াজ মোহাম্মদ, আইইবি’র সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ড. প্রকৌশলী জুলফিকার হুসাইন, কাউন্সিল সদস্য প্রফেসর ড. প্রকৌশলী পিন্টু চন্দ্র শীল, প্রকৌশলী ফেরদৌসী সুলতানা, প্রকৌশলী মোঃ মুরাদুল ইসলাম, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ শাহ নওরোজ, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, প্রকৌশলী নিবিড় মন্ডল উপস্থিত ছিলেন।
এ সভায় আলোচনাক্রমে আগামীকাল ২৭/০৭/২০২১ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় আইইবি খুলনা কেন্দ্রে সিভিল সার্জন খুলনার নিকট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।-খবর বিজ্ঞপ্তি