বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি’র পরিচালক বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল ও সহধর্মিনী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আজ সোমবার (২৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে তাদের ছাড়পত্র দেয়া হয়। দলীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল। এসময় তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়। তবে তিনি সুস্থ ছিলেন এবং ঢাকায় নিজ বাসভবনে অবস্থান করেন। পরে পরিবারের অন্য সদস্যরাও করোনা আক্রান্ত হন। এসময়ে ঝুঁকি না নিয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
প্রসঙ্গত্ব, করোনা মহামারীর শুরু থেকে খুলনা অঞ্চলের অসহায় মানুষের সহায়তায় তিনি ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি ‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’ ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের মাধ্যমে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহসহ আনুষঙ্গিক সেবা চালু রেখেছেন। তাঁর নির্দেশনা ও সহযোগিতায় খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে। শেখ সোহেলের সুস্থতা কামনায় খুলনা মহানগরীর মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল।