সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
কয়রায় অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধ, টেলিমেডিসিন সেবা ও করোনা চিকিৎসা সেল উদ্বোধন | চ্যানেল খুলনা

কয়রায় অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধ, টেলিমেডিসিন সেবা ও করোনা চিকিৎসা সেল উদ্বোধন

সেবাই ধর্ম, করোনা মুক্ত হোক পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে কযরায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের জীবন রক্ষার জন্য খান সাহেব কোমর উদ্দীন কলেজ ও খ- ১৩ এর উদ্যোগে ডাঃ খান আহমেদ হেলালীর সার্বিক ব্যবস্থাপনায় করোনা চিকিৎসা সেল এর উদ্বোধন করা হয়েছে। ২৮ জুলাই বুধবার বিকাল ৫ টায় খান সাহেব কোমরউদ্দীন কলেজের হলরুমে সামাজিক দূরত¦ বজায় রেখে অত্র কলেজের সভাপতি ডাঃ খান আহমেদ হেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা চিকিৎসা সেলের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। প্রভাষক শাজহাবাজ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন,খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা. আমাদী ইউনিয়ন নৌকার প্রার্থী জিয়াউর রহমান জুয়েল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া, বায়জিদ সহ খান সাহেব কোমরউদ্দীন কলেজের প্রভাষক মন্ডলী। প্রধান অতিথি সাংসদ আকতারুজআজামান বাবু বলেন, কয়রা পাইকগাছার করোনা আক্রান্ত মানুষ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সে জন্য আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক করেছি এবং যাতে করে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠন কে সহযোগিতা করার জন্য উৎসাহিত করার জন্য আমার নামেকরেছি। আজকে ডাঃ খান আহমেদ হেলালী এবং খান সাহেব কোমরউদ্দীন কলেজ ও এল -১৩ এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধ, টেলিমেডিসিন সেবা ও করোনা চিকিৎসা সেল এটি একটি উজ¦ল দৃষ্টান্ত। যা কয়রা উপজেলার মানুষের শ্বাসকষ্টজনিত রোগীদের জীবন বাঁচাতে সহায়ক হবে। তিনি আরও বলেন, বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে মানুষ প্রাণহানি থেকে রক্ষা পাবে। কলেজের সভাপতি ডাঃ খান আহমেদ হেলালী বলেন, বর্তমান এই সংকটাপন্ন সময়ে কোন রোগীর সমস্যা দেখা দিলে আমি ভিডিও কলের মাধ্যমে সেবা দেব তাই সেটা রাত ১২ টা হোক ১ টা হোক। এবং যে কোন সময় আমি সর্বক্ষণ মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা ও জরুরি ঔষধ সেবা দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধসহ সেচ্ছাসেবীদের ব্যক্তিগত প্রোটেশন ইকুয়েভমেন্ট সরঞ্জাম আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক পরিচালনাকারী এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া ও বায়জিদের হাতে তুলে দেন। উল্লেখ্য উক্ত অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধ ও টেলিমেডিসিন সেবার কার্যক্রম পরিচালনা করবেন আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবি ও শাবিপ্রবি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জ্বলছে আগুন

রাজপথে ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে সরকারের পতন হবে : শিমুল বিশ্বাস

খুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

নগরীতে চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই

পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা ; ধর্ষক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।