খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে সাতজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর সোনাডাঙ্গার আব্দুল খালেক (৯০), খালিশপুরের ইরিন সুলতানা (৩৩), আবুল হোসেন (৬৬), দৌলতপুরের মো. আলী আকবার (৬৫), নিরালা এলাকার আব্দুল হাই (৭৫), বটিয়াঘাটার আইয়ুব আলী (৫৫) ও পিরোজপুরের মঠবাড়িয়ার মোশাররফ হোসেন (৯৫)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। তাদের মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪৮ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ১৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর ডালমিল মোড়ের রোকেয়া বেগম (৬০) ও বটিয়াঘাটার আলেয়া বেগম (৫৫)।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এর মধ্যে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর পূর্ববানিয়াখামার এলাকার মো.মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়া রেজিনা ফাতিমা (২৮), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গোকুলখালীর রহিমা খাতুন (৫৫), যশোর কারবালা বামনপাড়া রোডের মর্জিনা রহমান (৫৪) ও যশোর ঝিকরগাছার গদখালির মিসেস বারিছুন্নেসা (৬০)।
হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন। ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। আইসিইউতে ৮ জন ও এইচডিইউতে ৯ জন রয়েছেন।
এদিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে ৩ জন।