টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। স্টার্ক, হ্যাজেলউডনহ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন। বাড়তি স্পিনার হিসেবে খেলানো হচ্ছে নাসুম আহমেদকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া কখনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আগের চার সাক্ষাতের সবকটিতেই হারে টাইগাররা। এবার ঘরের মাঠে সে পরিসংখ্যা পাল্টানোর সুযোগ পাচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদরা।
জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যের আত্মবিশ্বাস তো আছেই সাথে যোগ হচ্ছে অজিদের দুর্বল ব্যাটিং লাইনআপ। মূল দলের সাত ক্রিকেটার ছিল না স্কোয়াডে। তারমধ্যে ইনজুরিতে ঝরে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও। এখন তার জায়গা নিয়েছেন ম্যাথিউ ওয়েড।
বাংলাদেশ একাদশ-
নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদি, শামিম হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ-
জস ফিলিপস,, অ্যাস্টন টার্নার, মিচেল মার্শ, ময়সেস হ্যানরিক্স, অ্যালেক্স ক্যারি, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, আন্দ্রে টাই ও জস হ্যাজলউড।