মোল্লাহাটে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত ভ্যান চুরির ১৪দিন পর উদ্ধার করে অসহায় মালিকের নিকট ফিরিয়ে দিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। কেবল ভ্যান নয় এ যেন, নিজ প্রাণ ফিরে পেয়েছেন উপজেলার চরকান্দি গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে তামিম শেখ (১৮)। সম্প্রতি মোল্লাহাট থানায় অফিসার ইনচার্জ সোমেন দাশ যোগদান করেই মাকসহ সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান কার্যক্রম শুরু করেছেন। প্রতিদিন মাদক কারবারি ও সেবনকারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। যার ধারাবাহিকতায় চুরি হওয়া এ ভ্যান উদ্ধার ও চোরকে গ্রেফতার করা হয়।
মোল্লাহাট থানা পুলিশ জানায়, গত ইং-২৪/০৭/২০২১ তারিখ রাতের আধারে যে কোন সময় মামলার বাদী ভিকটিম তামিম শেখ (১৮), পিতা-মৃতঃ মিন্টু শেখ, সাং-চরকান্দি, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট এর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত ভ্যান গাড়ী তার ঘরের বারান্দা হতে চুরি হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজির পর উপায়ন্তু না দেখে স্বরনাপন্ন হয় মোল্লাহাট থানা পুলিশের। এরপর রুজু হয় মামলা।
বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস টিম অভিযানে নামে। উদঘাটন করে চুরির রহস্য। সন্ধিগ্ধ হিসাবে ০৭/০৮/২০২১ তারিখ সকালে গ্রেফতার করা হয় আসামী মুসা শেখ (১৯) কে। কৌশলী জেরার মুখে আসামী মুসা স্বীকার করে ভ্যান চুরির কথা। তার দেয়া তথ্য মতে আজাদ এবং ইসমাইলসহ তিনজনে মিলে রাতের আধারে ভ্যানটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে আসামীর বাড়ীর পাশে ঝোপের মধ্যে পলিথিন দ্বারা ঢাকা অবস্থায় উদ্ধার করা হয় ভ্যান। ভিকটিম তামিমের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত ভ্যানটি। পুলিশ ও স্থানীয়রা আরো জানায়, ধৃত আসামী মুসা এর আগে চাঁদাবাজি মামলার ঘটনায় আসামী ইসমাইলের সাথে জড়িত ছিল। উক্ত চাঁদাবাজি মামলায় আসামী ইসমাইলকে থানা পুলিশ পূর্বেই গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।