সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি | চ্যানেল খুলনা

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরি ধাক্কা দিয়েছে। তবে এবার পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটগামী ‘কাকলী’ নামের একটি ফেরি। এ নিয়ে সম্প্রতি সেতুর পিলারে চতুর্থবারের মতো ফেরির ধাক্কা লাগল।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের বলেন, সকালে ফেরির একটি পিলারে ফেরির ধাক্কা লাগে। তবে এতে সেতুর সংশ্লিষ্ট পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুম, ২৩ জুলাই শাহ জালাল ফেরি ও ৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। প্রতিটি ধাক্কা লাগার ঘটনায় সংশ্লিষ্ট পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন নিয়ে কাকলি নামের ফেরিটি শুক্রবার সকাল ৬টায় বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত পথ পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের মধ্য দিয়ে যাচ্ছিল ফেরিটি। এ সময় পদ্মা নদীতে তীব্র স্রোত ও বাতাসের বেগ ছিল তীব্র। এ কারণে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। ধাক্কা লাগে পিলারের পাইল ক্যাপে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরিতে ফাটল ধরেছে। তবে পদ্মা সেতুর সংশ্লিষ্ট পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি। এছাড়া যাত্রী ও যানবাহনেরও কোনো ক্ষতি হয়নি।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: রিজওয়ানা হাসান

ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আদালতে আমুর বক্তব্যে উত্তেজনা, আইনজীবীকে পিটুনি

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের খুঁজতে কমিটি গঠনে রুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।