খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। জয় বাংলার স্লোগান দিয়ে বঙ্গবন্ধু যদি বাংলাদেশ স্বাধীন না করতেন তাহলে আমরা এই সোনার বাংলা পেতাম না। তাই বঙ্গবন্ধু বিহীন যেমন বাংলাদেশ চিন্তা করা যায় না, তেমনিই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিহীন বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। তাই বঙ্গবন্ধুর এই বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।
মঙ্গলবার বিকাল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ কতৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ আল আমিন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, সেলিম মল্লিক, খান আবু সাইদ, মিজানুর রহমান হাওলাদার, কেএম আসাদুজ্জামান, হাবিবুর রহমান তারেক, খান মতিয়ার রহমান, শেখ সাইদুর রহমান, মোল্লা তৌহিদুর রহমান, শেখ জুবায়ের হোসেন, মিন্টু মুন্সি, শেখ মফিজুর রহমান, রানা মোল্লা,পরাগ পারভেজ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেরাজ হোসেন মিরাজ, হাছিবুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল এলাহি, আবির, বুলবুল, আফ্রিদী, রেজওয়ান, খালীদ খান জীম, রাজীব, লিটন, অনি, রাইসুল, সাইফুল, সুমন, জুয়েল, হাবিব, রাতুল, নাহিদ প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি