আগামী মাসে দেশের মাটিতে হতে যাওয়ায় পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি টি-টুয়েন্টি র্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ।
৫-০ ব্যবধানে সিরিজ জিতলে র্যাংকিংয়ে দক্ষিণ ও অস্ট্রেলিয়ার মত দলকে টপকে যাবে বাংলাদেশ।
২৩৪ রেটিং নিয়ে বর্তমানে দশমস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
দেশের মাটিতে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮।
যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ তবে ২৪১ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।
২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে মাত্র একবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের ঐ ম্যাচে ১৫ রানে হারে টাইগাররা।
টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে টাইগাররা।